বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: Milton Sen | লেখক: AD | Editor: Abhijit Das ০১ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৮Abhijit Das
মিল্টন সেন: রাজ্যের বাজারে ক্রমাগত বাড়তে থাকা আলুর দাম নিয়ে বিস্ফোরক রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। এই বিষয়ে হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী।
আলুর দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেচারাম বলেন, ''আলুর দাম বাড়ার পেছনে ৪০ জন অসাধু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের গভীর চক্রান্ত কাজ করছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে থাকা কয়েকজন সিপিএম নেতা চক্রান্ত করে এই সমস্যা সৃষ্টি করেছে। রাজ্য সরকারকে বিপাকে ফেলতে চাইছে।" মন্ত্রীর আরও অভিযোগ, হিমঘর মালিক এবং ব্যবসায়ীদের একাংশের যোগসাজশে বাজারে আলুর দাম আকাশ ছুঁয়েছে। বিপুল পরিমাণ আলু মজুত করে রেখে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করা হয়েছে। ফলে বাজারে দাম বেড়েছে। এ ছাড়াও চক্রান্ত করে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বিজেপির সক্রিয় মদতে নভেম্বর মাসে রাজ্যে মজুত থাকা আলুর একটা বড় অংশ বাংলাদেশে রফতানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।
তিনি আরও বলেন, "রাজ্যে প্রতিদিন ১৮ হাজার মেট্রিক টন আলু লাগে। শুধু মাত্র কলকাতাতেই প্রতিদিন লাগে ৫ হাজার মেট্রিক টন। ডিসেম্বর মাসে বাজারে কাঁচা আনাজের যোগান বেশি থাকায় আলুর চাহিদা কিছুটা কমে। এমনিতেই গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন কমেছিল প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিকটন। এবছরও ডানা ঝড়ের প্রভাবে আলু রোয়ার কাজে বিলম্ব হয়েছে। ফলে নতুন আলু উঠতে কমপক্ষে ১৫ দিন সময় বেশি লাগবে। অর্থাৎ প্রায় ৪৫ দিন দেরি হবে। নতুন আলু বাজারে আসবে জানুয়ারি মাসের শেষের দিকে। ফলে স্বাভাবিক কারণেই রাজ্যে প্রয়োজনের তুলনায় আলুর যোগান কম রয়েছে।"
বেচারাম আরও যোগ করেন, বর্তমানে রাজ্যে যে পরিমাণ আলু মজুত আছে তা দিয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে অন্য রাজ্যে আলু পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। মন্ত্রীর দাবি, এই অবস্থায় অন্য রাজ্যে আলু রফতানি করা হলে রাজ্যের বাজারে আলুর চরম অভাব দেখা দেবে। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত রাজ্যে আলুর প্রয়োজনীয়তা মিটবে না। ফলে রাজ্যের বাজারে আলুর দাম আরও বাড়বে।
হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের উপর ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের প্রতি দায়বদ্ধ, তাঁর সদিচ্ছা রয়েছে। তাই রাজ্য সরকারের তরফে সবসময় আলোচনার পথ খোলা রাখা হয়েছে। যতবার হিমঘর মালিক এবং ব্যবসায়ীরা চেয়েছে বৈঠক হয়েছে। ওদের ডিসেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ানোর চাহিদা পূরণ করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারকে তাঁদের তরফে কোনও রকম সাহায্য করা হয়নি। বৈঠকে আলুর দাম কম নেওয়ার সিদ্ধান্ত হলেও, পরবর্তী সময়ে ব্যবসাহীরা সেই কথা রাখেননি। বৈঠকে ২৬ টাকা কেজি দরে আলু দেওয়ার সিদ্ধান্ত হলেও ব্যবসায়ীরা ২৭ টাকায় আলু বিক্রি করেছে। চালান দেখতে চাওয়া হলে সেটাও দেখাতে পারেনি। একাংশের ব্যবসাহীরা আলু মজুত রেখে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লাভের চেষ্টা করে গিয়েছে।"
মন্ত্রী এদিন জানান, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন কার কাছে কতটা আলু মজুত রয়েছে। বেচারামের অভিযোগ, অতিরিক্ত মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তকেই শুরু থেকে প্রাধান্য দিয়ে এসেছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট সিপিএম আমলের কথা মনে করিয়ে দিয়েছে। এভাবে চলতে দেওয়া যাবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী জনগণের স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আবেদনে আর বৈঠক হবে। পরিষ্কার জানিয়ে দেওয়া হবে আগে রাজ্যের স্বার্থ, তার পর অন্য দিকে নজর দিতে হবে।"
#Highpotatoprice#becharammanna
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...
ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...
মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...
কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...
ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...
বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...
আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...
'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...
আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...
ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...
পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...
বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ ...
মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...
তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...
ঝাল অথচ ঝাল নয়! 'চিলি রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...