মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Milton Sen | লেখক: AD | Editor: Abhijit Das ০১ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৮Abhijit Das
মিল্টন সেন: রাজ্যের বাজারে ক্রমাগত বাড়তে থাকা আলুর দাম নিয়ে বিস্ফোরক রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। এই বিষয়ে হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী।
আলুর দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেচারাম বলেন, ''আলুর দাম বাড়ার পেছনে ৪০ জন অসাধু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের গভীর চক্রান্ত কাজ করছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে থাকা কয়েকজন সিপিএম নেতা চক্রান্ত করে এই সমস্যা সৃষ্টি করেছে। রাজ্য সরকারকে বিপাকে ফেলতে চাইছে।" মন্ত্রীর আরও অভিযোগ, হিমঘর মালিক এবং ব্যবসায়ীদের একাংশের যোগসাজশে বাজারে আলুর দাম আকাশ ছুঁয়েছে। বিপুল পরিমাণ আলু মজুত করে রেখে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করা হয়েছে। ফলে বাজারে দাম বেড়েছে। এ ছাড়াও চক্রান্ত করে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বিজেপির সক্রিয় মদতে নভেম্বর মাসে রাজ্যে মজুত থাকা আলুর একটা বড় অংশ বাংলাদেশে রফতানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।
তিনি আরও বলেন, "রাজ্যে প্রতিদিন ১৮ হাজার মেট্রিক টন আলু লাগে। শুধু মাত্র কলকাতাতেই প্রতিদিন লাগে ৫ হাজার মেট্রিক টন। ডিসেম্বর মাসে বাজারে কাঁচা আনাজের যোগান বেশি থাকায় আলুর চাহিদা কিছুটা কমে। এমনিতেই গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন কমেছিল প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিকটন। এবছরও ডানা ঝড়ের প্রভাবে আলু রোয়ার কাজে বিলম্ব হয়েছে। ফলে নতুন আলু উঠতে কমপক্ষে ১৫ দিন সময় বেশি লাগবে। অর্থাৎ প্রায় ৪৫ দিন দেরি হবে। নতুন আলু বাজারে আসবে জানুয়ারি মাসের শেষের দিকে। ফলে স্বাভাবিক কারণেই রাজ্যে প্রয়োজনের তুলনায় আলুর যোগান কম রয়েছে।"
বেচারাম আরও যোগ করেন, বর্তমানে রাজ্যে যে পরিমাণ আলু মজুত আছে তা দিয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে অন্য রাজ্যে আলু পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। মন্ত্রীর দাবি, এই অবস্থায় অন্য রাজ্যে আলু রফতানি করা হলে রাজ্যের বাজারে আলুর চরম অভাব দেখা দেবে। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত রাজ্যে আলুর প্রয়োজনীয়তা মিটবে না। ফলে রাজ্যের বাজারে আলুর দাম আরও বাড়বে।
হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের উপর ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের প্রতি দায়বদ্ধ, তাঁর সদিচ্ছা রয়েছে। তাই রাজ্য সরকারের তরফে সবসময় আলোচনার পথ খোলা রাখা হয়েছে। যতবার হিমঘর মালিক এবং ব্যবসায়ীরা চেয়েছে বৈঠক হয়েছে। ওদের ডিসেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ানোর চাহিদা পূরণ করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারকে তাঁদের তরফে কোনও রকম সাহায্য করা হয়নি। বৈঠকে আলুর দাম কম নেওয়ার সিদ্ধান্ত হলেও, পরবর্তী সময়ে ব্যবসাহীরা সেই কথা রাখেননি। বৈঠকে ২৬ টাকা কেজি দরে আলু দেওয়ার সিদ্ধান্ত হলেও ব্যবসায়ীরা ২৭ টাকায় আলু বিক্রি করেছে। চালান দেখতে চাওয়া হলে সেটাও দেখাতে পারেনি। একাংশের ব্যবসাহীরা আলু মজুত রেখে বাজারে কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লাভের চেষ্টা করে গিয়েছে।"
মন্ত্রী এদিন জানান, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন কার কাছে কতটা আলু মজুত রয়েছে। বেচারামের অভিযোগ, অতিরিক্ত মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তকেই শুরু থেকে প্রাধান্য দিয়ে এসেছেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট সিপিএম আমলের কথা মনে করিয়ে দিয়েছে। এভাবে চলতে দেওয়া যাবে না। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী জনগণের স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আবেদনে আর বৈঠক হবে। পরিষ্কার জানিয়ে দেওয়া হবে আগে রাজ্যের স্বার্থ, তার পর অন্য দিকে নজর দিতে হবে।"
#Highpotatoprice#becharammanna
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধের অপেক্ষায় বনকর্মীরা, মৈপীঠে খাঁচা পেতে হবে হৈ হট্টগোল ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...